সিলেট ভিউজ টুয়েন্টিফোর ডট কম: গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।রোববার সকালে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।১১ বছরের গৃহকর্মী হ্যাপিকে অমানুষিক নির্যাতনের অভিযোগে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলাটি করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়।মিরপুরের সেকশন-২ এর এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৬ নম্বর বাসার বাসিন্দা শাহাদাত হোসেন। নির্যাতনের শিকার গৃহকর্মী হ্যাপিকে গত মাসে পুলিশ কালশী এলাকা থেকে উদ্ধার করে। পরে তার কথা মত গৃহকর্তা ক্রিকেটার শাহাদাতের মিরপুরের বাসায় পুলিশ অভিযান চালালে আর কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে শাহাদাত ও তার স্ত্রী লাপাত্তা ছিলেন।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …