সিলেট ভিউজ টুয়েন্টিফোর ডট কম: বলিউডের সুন্দরী কারিনা কাপুর নিজের মোহনীয় সৌন্দর্যের ঝলক ছড়িয়ে মোহিত করে রেখেছেন সবাইকে। প্রায় সময় তাকে খোলামেলা দৃশ্যে দেখা গেছে। তবে বিয়ের পর থেকে বদলে গেছেন তিনি। সম্প্রতি জানালেন, কোনো ছবিতে চুমু বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না তিনি।কারিনা অভিনয় করছেন রাজ বালকির ‘কি এন্ড কা’ ছবিতে। সেখানেই একটি দৃশ্যে অর্জুন কাপুরের সাথে চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য বলা হয় কারিনাকে। তখন এমন দৃশ্যে অভিনয় করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন নবাব বাড়ির বউ কারিনা কাপুর।এমন ঘটনায় পরিচালক রাজ বালকি যারপরনাই হতাশ। দেখার বিষয় এমন আপত্তি অনাপত্তি নিয়ে ছবির কাজ কতদুর গড়ায়।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আয়নাবাজি মুক্তি পাচ্ছে কানাডা-অস্ট্রেলিয়ায়
বিনোদন ডেস্ক ; অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বাংলাদেশে মুক্তি পায় গেল ৩০ সেপ্টেম্বর। …