নিউজ ডেস্ক :: নোমান রবিন ২০১২ সালে নির্মাণ করেছিলেন তার প্রথম চলচ্চিত্র ‘কমন জেন্ডার’। এরপর বড়পর্দা থেকে বিরতি নেন। কিন্তু নিয়মিত ছিলেন ছোট পর্দায়। প্রায় তিন বছর পর তিনি চলচ্চিত্রে ফিরছেন। নির্মাণ করতে যাচ্ছেন প্রাপ্তবয়স্ক প্রতিবন্ধীদের নিয়ে তার নতুন চলচ্চিত্র। নাম রেখেছেন ‘সোহাগী’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেতা রাহুল বোস।এ সম্পর্কে নোমান রবিন ঢালিউড২৪’কে বলেন, ‘অনেকদিন বিরতি নিলাম। এখন নতুন ছবির প্রি-প্রোডাকশনের কাজ করছি। এতে অভিনয় করবেন ভারতের রাহুল বোস। তবে তার বিপরীতে কে থাকছেন তা এখনই বলতে চাচ্ছি না’।ছবিটির গল্প সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সমাজে অনেক এডাল্ট অটিস্টিক মানুষ আছে যারা তাদের যৌন চাহিদা মেটানোর কোন সুযোগ পায় না। তারাও মানুষ, তাদেরও যৌন তৃপ্তির ইচ্ছে জাগে। কিন্তু এমন অটিস্টিক মানুষদের কেউ জীবনসঙ্গী করতে চায়না। ‘সোহাগী’ একজন প্রাপ্তবয়স্ক অটিস্টিক মানুষের সেক্সুয়েল লাইফ কেমন হয় তা নিয়ে নির্মিত হবে’।ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নোমান রবিন নিজেই। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।
রাহুল বোস রুবাইয়েত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির মধ্য দিয়ে প্রথমবার ঢালিউডের ছবিতে অভিনয় করেছেন।
সূত্র :ডেইলি২৪