সিলেটভিউজ টুয়েন্টিফোর ডটকম: ভারতীয় টিভি চ্যানেল স্টার জলশার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কিরণমালা’ নামে বাজারে প্রচলিত জামা কিনে না দেয়ায় অভিমান করে মিনারা (২৭) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের ছায়েদ বেপারী মেয়ে।স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিনারা তার পরিবারের কাছে আগামী ঈদ উপলক্ষে ‘কিরণমালা’ জামা কেনার জন্য টাকা চায়। এ জামা কিনতে টাকা না দিলে অভিমান করে নিজ ঘরের বৈদ্যুৎতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
সেই রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ
আত্মহত্যা’ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির সাবেক …