সিলেটভিউজ টুয়েন্টিফোর ডটকম : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন শহর বালি বিমানবন্দরসহ পাঁচটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।পূর্ব জাভার মাউন্ট রউং আগ্নেয়গিরি থেকে গত এক সপ্তাহ ধর আকাশে লাভা নিক্ষিপ্ত হওয়ায় বালির ডেনপাসার বিমানবন্দরের দৃষ্টিসীমা হ্রাস পেয়েছে।ফলে শুক্রবার দ্বিতীয় দিনের মতো বালি ও অস্ট্রেলিয়ার মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী আটকে পড়েছেন।ডেনপাসার ছাড়াও লম্বক, সেলাপারাং, ব্লিমবিংসারি এবং নটোহ্যাডিনিগোরো বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
চীনে টর্নেডো-শিলাবৃষ্টিতে ৯৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাবৃষ্টির আঘাতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু …