গত বুধবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি দৈনিক ওকাজ ও সৌদি গেজেট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মরক্কো, তাঞ্জানিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও মৌরিতানিয়া থেকে চাহিদা অনুযায়ী শ্রমিক, ড্রাইভার, গৃহকর্মী ও অন্যান্য পেশায় মোট ১২ লাখ ভিসা ইস্যু করবে দেশটি। এ জন্য দ্রুত কাজ সম্পাদন করতে ছয়টি নিয়োগ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ একটি গণমাধ্যমকে বলেছেন, আশা করছি, ঈদের পর থেকেই শ্রমিক নিয়োগ শুরু করবে সৌদি সরকার।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্র পরিচালক তাইসির আল মুফাররিজ জানান, এখন আর বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো জটিলতা নেই।
সূত্র: এমটিনিউজ২৪