সাইদুর যুগান্তর সিলেট জেলা স্বজন সমাবেশের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট এমসি কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্র জানায়, এক্সিম ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিতে গত শুক্রবার ঢাকায় যান সাইদুর। মঙ্গলবার সন্ধ্যায় ফার্মগেইট এলাকায় অজ্ঞানপার্টির সদস্যরা তাঁর মুখে স্প্রে জাতিয় কিছু একটা মেরে পালিয়ে যায়।
এ সময় মাথা ঘুরতে ঘুরতে রাস্তার পাশে পরে যান সাইদুর। সাথে সাথে পিছন থেকে একটি দ্রুত গতির বাস তাঁকে চাপা দেয়। এরপর তেজগাঁও থানা পুলিশ এসে রক্তাক্ত সাইদুরকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটু জ্ঞান ফিরলে পুলিশ সাইদুরের পরিচয় জানতে চায়।
এ সময় সাইদুর কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেন। অবশ্য একটি কাগজে তাঁর ভাই লুৎফুর রহমান মোবাইল ফোন নম্বর লিখে দেন তিনি। এর কিছুক্ষণ পরই থেমে যায় তাঁর জীবনের চাকা। সাথে সাথে পুলিশ সাইদুরের ভাই লুৎফুর রহমানকে বিষয়টি অবগত করে।
লুৎফুর রহমান খবর পেয়ে সিলেট থেকে ছুটে যান ঢাকা মেডিকেলে। তিনি তাঁর ভাইকে নিয়ে গতকাল বুধাবার ভোররাতে নিজ গ্রামের বাড়িতে পৌছেন। গতকাল দুপুরেই সাইদুরের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।