বাংলাদেশের সঙ্গে বঙ্গপসাগর হয়ে অক্টোবরে শুরু হচ্ছে উপকূলবর্তী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে নৌ যোগাযোগ। এ জন্য এ পথে পরিচালনা করা হবে পাঁচ তারকা মানের বিলাসবহুল ক্রজ শিপ।
এর মাধ্যমে হজের সময় সৌদি আরবে যাওয়ার জন্যও ব্যবহৃত হবে বিলাসবহুল এ জাহাজ।
এ ক্রজ শিপে থাকবে সুসজ্জিত সুইমিংপুল, খাবার হোটেলে এবং ক্যাসিনো ইত্যাদি।
এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও বেসকারি প্রতিষ্ঠান আফরোজ শিপিং লাইনের মধ্যে সঙ্গে একটি সমঝোতা স্মারক সইও হয়েছে।
আফরোজা শিপিংই এ ক্রজ শিপ বা বিলাসবহুল জাহাজ পরিচালনা করবে।
প্রাথমিকভাবে বেসরারিক প্রতিষ্ঠানটি বঙ্গোপসাগরেই এ জাহাজ পরিচালনা করবে বলে জানা গেছে।
এ বিষয়ে সচিবালয়ে চুক্তি সাক্ষরের পর আফরোজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে বঙ্গোপসাগরে ক্রুজ পরিচালনা করা হবে। পাঁচতারকা মানের বিলাশবহুল এই ক্রুজে থাকবে সুইমিংপুল, খাবার হোটেলে এবং ক্যাসিনো।
তিনি বলেন, আশা করছি, আগামী অক্টোবর থেকে বঙ্গোপসাগরে দুই দিন দুই রাতের এ প্রমোদ ভ্রমণ চালু করা যাবে। এর পর মালদ্বীপ, থাইল্যান্ড এবং হজের সময় সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও এই ক্রুজ চলাচল করবে।
এসময় নৌমন্ত্রী বলেন, এই ক্রুজ শিপে এবার না হোক আগামীতে যেন হজযাত্রী বহন করতে পারি সে চেষ্টা করা হবে। বাংলাদেশে এই প্রথম ক্রুজ সার্ভিস চালু হচ্ছে।
এই ব্যবসায় প্রথম দিকে ঝুঁকি থাকলেও এই সার্ভিস চালু থাকবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।
এ সময় নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদীসহ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে হজের সময় সৌদি আরবে যাওয়ার জন্যও ব্যবহৃত হবে বিলাসবহুল এ জাহাজ।
এ ক্রজ শিপে থাকবে সুসজ্জিত সুইমিংপুল, খাবার হোটেলে এবং ক্যাসিনো ইত্যাদি।
এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও বেসকারি প্রতিষ্ঠান আফরোজ শিপিং লাইনের মধ্যে সঙ্গে একটি সমঝোতা স্মারক সইও হয়েছে।
আফরোজা শিপিংই এ ক্রজ শিপ বা বিলাসবহুল জাহাজ পরিচালনা করবে।
প্রাথমিকভাবে বেসরারিক প্রতিষ্ঠানটি বঙ্গোপসাগরেই এ জাহাজ পরিচালনা করবে বলে জানা গেছে।
এ বিষয়ে সচিবালয়ে চুক্তি সাক্ষরের পর আফরোজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে বঙ্গোপসাগরে ক্রুজ পরিচালনা করা হবে। পাঁচতারকা মানের বিলাশবহুল এই ক্রুজে থাকবে সুইমিংপুল, খাবার হোটেলে এবং ক্যাসিনো।
তিনি বলেন, আশা করছি, আগামী অক্টোবর থেকে বঙ্গোপসাগরে দুই দিন দুই রাতের এ প্রমোদ ভ্রমণ চালু করা যাবে। এর পর মালদ্বীপ, থাইল্যান্ড এবং হজের সময় সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও এই ক্রুজ চলাচল করবে।
এসময় নৌমন্ত্রী বলেন, এই ক্রুজ শিপে এবার না হোক আগামীতে যেন হজযাত্রী বহন করতে পারি সে চেষ্টা করা হবে। বাংলাদেশে এই প্রথম ক্রুজ সার্ভিস চালু হচ্ছে।
এই ব্যবসায় প্রথম দিকে ঝুঁকি থাকলেও এই সার্ভিস চালু থাকবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।
এ সময় নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদীসহ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।