সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরিফ আহমেদ মোমতাজ রিফা, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য বিজিত চৌধুরী, সুমাত নূরী চৌধুরী জুয়েল, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, ডিএফএ’র সাধারণ সম্পাদক দ্বিপাল কুমার সিংহ, সমর চৌধুরী, আতাউর রহমান আতা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের রফিকুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।