স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রীদের ওপর চড়াও হয় কয়েকজন ছিনতাইকারী। ছিনতাইকারীদের সাথে জিআরপি পুলিশের এক সদস্যও ছিলেন। দক্ষিণ সুরমা থানার এ এস আই আজদু মিয়ার নেতৃত্বে একটি টহল দল সেখানে দায়িত্বরত ছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ছিনতাইকারী দলের কয়েকজনকে আটক করে। আটককৃতদের মাঝে জিআরপি পুলিশের এক সদস্যও ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার এএসআই আজদু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
তবে, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান বিষয়টি অস্বীকার করেন।
তিনি জানান, জিআরপির এএসআই নাসির ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে এএসআই আজদু মিয়া জিআরপি পুলিশের সদস্যকে ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে জিআরপি পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।