রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে দু’টি ওয়ান শ্যুটার গান, চারটি কার্তুজ, দু’টি ধারালো রামদা ও একটি চাপাতিসহ ফরিদা বেগম (৩৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি আটক ফরিদা ডাকাত দলের অন্যতম সদস্য।
বৃহস্পতিবার গভীররাতে উপজেলার মৌরাট ইউনিয়নের রূপিয়াট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফরিদা বেগম রূপিয়াট গ্রামের শরিফুল সরদারের স্ত্রী।
পাংশা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীররাতে রূপিয়াট গ্রামে অভিযান চালায়। এ সময় দু’টি ওয়ান শ্যুটার গান, চারটি কার্তুজ, দু’টি ধারালো রামদা ও একটি চাপাতিসহ ফরিদা বেগমকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী শরিফুল সরদার পালিয়ে যান।
তিনি আরো জানান, অন্য ডাকাতদের আটক করতে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি আটক ফরিদা ডাকাত দলের অন্যতম সদস্য।
বৃহস্পতিবার গভীররাতে উপজেলার মৌরাট ইউনিয়নের রূপিয়াট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফরিদা বেগম রূপিয়াট গ্রামের শরিফুল সরদারের স্ত্রী।
পাংশা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীররাতে রূপিয়াট গ্রামে অভিযান চালায়। এ সময় দু’টি ওয়ান শ্যুটার গান, চারটি কার্তুজ, দু’টি ধারালো রামদা ও একটি চাপাতিসহ ফরিদা বেগমকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী শরিফুল সরদার পালিয়ে যান।
তিনি আরো জানান, অন্য ডাকাতদের আটক করতে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে।