পরে তিনি আমাকে ফোনে বললেন রাতে ফোন দিবেন। সারারাত কথা হলো আমাদের। ভোরে তিনি বললেন, মাহি আই লাভ ইউ। এই রাতের কথা না শুধু তিন বছরের মতো সময় কেটেছিল আমাদের। এরপর সম্পর্কটা নানা কারণে টিকে না থাকলেও মনে আছে সেইসব স্মৃতি।
প্রেমের এ গল্পটা ঢালিউডের শীর্ষ নায়িকা মাহির। মাহি নিজেই নিজের এ প্রথম প্রেমের গল্প শোনালেন ৪ জুন রাত ১১টায় ‘রেডিও আমার’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসা’তে।
গল্পটা এখন অন্যরকম। মাহি এখন সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় মুখ। তারকা হয়ে যাওয়ার আগে সেই প্রথম প্রেমিক স্কুল শিক্ষকের প্রতি মাহির প্রেম এখনো আছে। বিয়ে করেছেন সেই শিক্ষক। কিন্তু মাহির মন থেকে মোছেনি সেই শিক্ষকের দূরে সরে যাওয়া আর অবহেলার কথা। অনুষ্ঠানে প্রথম প্রেমের এ স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেলেন মাহি।