সিলেটভিউজ টুয়েন্টিফোর ডটকম : সেলফি তোলার জন্য মানুষ কি না করছে। বিশেষ করে টেকি প্রজন্মের তরুণরা দিনভর সেলফি তোলার জন্য নানান কায়দা রপ্ত করছেন। সেলফি তোলার জন্য আবিস্কৃত হয়েছে সেলফি স্টিক, সেলফি জুতোর মত যন্ত্র। সম্প্রতি সেলফি তোলার জন্য আপস তৈরি হলো। মজার ব্যাপার হলো এই অ্যাপসের সাহায্যে সেলফি স্মার্টফোনের কোনো বাটন চাপতে হবে না। শুধু চিৎকার করে কিছু একটা বললেই হবে। ব্যাস! ফটাফট যুতসই সেলফি উঠে যাবে ক্যামেরায়।
এই অ্যাপসটি আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে। এটির নাম ট্রিগারট্রাপ সেলফি। অ্যাপসটি তৈরি করেছে টিগ্রারট্রাপ নামের একটি কোম্পানি।
এই অ্যাপসটির সাহায্যে স্মার্টফোন দিয়ে অনায়াসেই সেলফি তোলা যাবে। সেলফি তোলার জন্য ক্যামেরা তাক করে চিৎকার দিলেই সেলফি উঠে যাবে।
অ্যাপসটি স্মার্ট ফেস ডিকটেশন প্রযুক্তি রয়েছে। ফলে ফ্রেমে কোনো মুখ আসলে তাৎক্ষনিকভাবে সেটা শনাক্ত করতে পারে। এরপর শব্দ করলেই ছবি তুলতে শুরু করে। অ্যাপসটি অ্যাপল স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।