সিলেটের গোায়াইনঘাট উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। পাহাড়ী ঢল আর অবিরাম বৃষ্টির পানিতে সর্বত্র তলিয়ে গেছে। অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি রয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলা সদরের সাথে যোগাযোগ। অবিরাম বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পিয়াইন ও সারী নদী‘র ঢলে উপজেলার সর্বত্র প্লাবিত হয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় রোপা আউশ, আউশের বীজতলা এবং রোপা আউশ ও ইরি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তম জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারী দু‘টি বন্দ রয়েছে। এতে লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
অন্যদিকে পাথর ব্যবসায়ী ও পাথর বহনকারী যানবাহনের মালিক গন‘র ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। পিয়াইন ও সারী নদী দিয়ে আসা ঢলে উপজেলার পুর্ব জাফলং ইউনিয়ন, আলীরগাঁও ইউনিয়ন, রুস্তমপুর ইউনিয়ন, ডৌবাড়ী ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়ন, তোয়াকুল ইউনিয়ন, নন্দীরগাও ইউনিয়ন ও পশ্চিম জাফলংসহ সর্বত্র পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ পানি বন্ধি রয়েছেন। তাছাড়া উপজেলার সদরের সাথে যোগাযোগের দু‘টি রাস্ত্ সারী-গোয়াইন ও সালুটিকর-গোয়াইনঘাট রাস্তার বিভিন্ন স্থানে সড়কের অংশ পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন রয়েছে। বুধবার উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ গ্রামের চতুর পাশে পানি রয়েছে। তাই বাড়ী থেকে লোকজন বাহির হতে পারেনি। সারী-গোয়াইনঘাট-সড়কের লাফনাউট, কমপুর, বেকরা, বার্কীপুরসহ বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। অত্যান্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছে শ্রমিকসহ উপজেলাবাসী। জাফলং পিয়াইন নদীতে ডাউকী নদীর ঢলে কোয়ারী বন্দ রয়েছে। হাজার হাজার নৌকা সারী বদ্ধভাবে নদীর তীরবর্তী এলাকায় শ্রমিকরা বেঁেধ রেখেছেন।