ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ। টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব সুবিমল চন্দ্র দাসসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডকে এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতায় করায় ধ্যন্যবাদ জানান ।