এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘আমি দেশের একটি শীর্ষস্থানীয় কোম্পানিতে কর্মরত আছি। তাই বড় পর্দায় অভিনয়ে সময় দিতে পারছি না। তবে সুযোগ পেলেই নাটকে কাজ করছি। এই ঈদে আমার তিনটি নাটক প্রচারিত হবে’।
আমিন খান আরও বলেন,’ওরা প্রত্যেকেই অভিনয়ে ভাল করছে। ওদের সাথে কাজ করে ভালো লেগেছে। সিনেমায় অনেক নায়িকার সাথে কাজ করেছি। নাটকেও তালিকাটা বাড়ছে।
তিনটি নাটকের মধ্যে ‘বোকা প্রেমের গল্প’ আমিন খানের সঙ্গে অভিনয় করেছেন ঈশানা, ‘সারপ্রাইজ’ নাটকে বাঁধন ও ‘গহীনে অরণ্য’ নামের নাটকে অভিনয় করেছেন প্রভা।
এদিকে আমিন খান বড়পর্দার জন্য ‘দুদু মিয়া’ নামে একটি ছবিতে কাজ করছেন বলে জানা যায়।