সিলেটভিউজ টুয়েন্টিফোর ডটকম : সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কানাইঘাট ডোনা এলাকায় অভিযান চালিয়ে এ নাসির বিড়ি উদ্ধার করা হয়।
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে ডোনা বিওপি’র বিজিবি সদ্যস্যরা শ্রীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় ২ লাখ নাসির বিড়ি আটক করা হয়। উদ্ধারকৃত নাসির বিড়ির সিজার মুল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন ডোনা বিওপির হাবিলদার মো. সাইদুজ্জামান ।