বুধবার ইদ্রিসের আইনজীবী আব্দুল গাফফার জামিন আবেদন করলে সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন তা নামঞ্জুর করেন। আদালত আগামী ২৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে বলে আইনজীবী গাফফার জানান।
উল্লেখ্য, ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার নূরানী (দস্তিদার) দিঘীরপাড় এলাকায় অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা (নং-১২(৫)১৫) দায়ের করেন।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে গত ৭ জুন রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেয় সিআইডি।
ঢাকায় সিআইডি সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার দুপুরে তাকে মহানগর ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।