সিলেটভিউজ টুয়েন্টিফোর ডটকম : বড় লোকের মেয়ে যখন রিক্সাওয়ালার কোলে / রাস্তার কি অবস্থা? রিক্সাওলার কোলে বড় লোকের মেয়ে। প্রচণ্ড গরেম অস্বস্তিতে দিন কাটাচ্ছে রাজধানীর মানুষ। আর রাজধানীতে একটু স্বস্তির বৃষ্টি দেখা দিলেই দুর্ভোগে পরে নগরীর জনগণ।
এই বৃষ্টির সময় ধনীর আদরের দুলালীরা তো ঐ ময়লা ডাস্টবিনের নোংরা পানিতে পা রাখে না, তাই এদের কোলে করে ঐ রিক্সাওয়ালা ছাড়া আর দিয়ে আসার কেউ নেই।