বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৩১তম একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
অনুমোদিত এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকা।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কসমূহের রক্ষণাবেক্ষণের জন্য কোল্ড রি-সাইক্লিং প্লান্ট ও ইক্যুইপমেন্ট সংগ্রহ, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, কক্সবাজার জেলাধীন চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় সাঙ্গু ও চাঁদখালী নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্প প্রভভক ভৃতি।