সিলেটভিউজ টুয়েন্টিফোর ডটকম : মাঠে ক্রিকেটাররা লড়ছেন, আর গ্যালারিতে হাজির রুপালী পর্দার তারকারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এটা এখন নিয়মিত চিত্র। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও সেটা অব্যাহত থাকলো।
ভারতের রান তখন ১১৪। ২০ তম ওভারে বিরাট কোহলিকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান। ব্যস, গর্জে উঠলো গ্যালারি। টেলিভিশন ক্যামেরা তখন ভেসে উঠলে দুই অভিনয় শিল্পী মাহিয়া মাহি ও মৌসুমী হামিদের উল্লাসের দৃশ্য।
ভিডিও দেখতে https://www.youtube.com/watch?v=rfl3NH4zAJw&feature=youtu.be