ইফতার মাহফিলে জামায়াতের জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য আমিনুল ইসলাম, ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী, মতিউর রহমান আকন, রফিক উন নবী, মঞ্জুর ইসলাম ভূইয়া, মোবারক হোসেন, মাওলানা যায়নুল আবেদিন, আব্দুর রব, খন্দকার মশিউল আলমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কবি আল মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ব্যারিস্টার হায়দার আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
এছাড়া ২০ দলের মধ্যে কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রহিম বীর প্রতিক, মহাসচিব আমিনূর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেযারম্যার আব্দুল লতিফ নেজামী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, মহাসচিব গোলাম মোস্তফা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান , ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ,এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।