শনিবার সকাল ১০টা থেকে ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে সালুটিকর ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর, ২২ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের উদ্ভোধন, নব-প্রতিষ্ঠিত সুন্দ্রগাঁও সরকারি বিদ্যালয়ে ৬২ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন, আঙ্গারজুর আলিম মাদ্রাসায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ভবন, ৩১ লক্ষ ব্যয়ে কদমতলা ব্রীজ ও ১১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সালুটিকর-চলিতাবাড়ী রাস্তার মাটি ভরাট রাস্তার উদ্ভোধন এছাড়া তোয়াকুল ইউনিয়নের ৬২ লক্ষ টাকা ব্যয়ে জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্ভোধন ও ২৭ লক্ষ টাকা ব্যয়ে লাকী গ্রামের মাঝা পাড়ায় ব্রীজের উদ্ভোধন করবেন।
উক্ত অনুষ্ঠানমালায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনসাধারনকে উপস্থিত থাকার জন্য গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারন সম্পাদক গোলাম কিবরীয়া হেলাল ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান অনুরোধ জানিয়েছেন।