দেশে ভয়াবহ এক জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জামাআতুল মুজাহিদীন, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর, আনসারুল্লাহ বাংলা টিম, তালেবান ও আইএসের পর এবার ‘জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ’ নামে একটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সংগঠনের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল গালিবকে আটক করেছে। তাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে।
রোববার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম এ জঙ্গি সংগঠনের বিস্তারিত তুলে ধরেন