কলকাতার নায়ক ওম এর সঙ্গে এবার রোমান্স করবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ববি হক। সিনেমাটির নাম ‘পিকনিক’। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির দিনক্ষন ঠিক করা হয়েছে।
আসছে জুনে ছবিটির কাজ শুরু হবে। প্রেম-ভালোবাসা আর অ্যাকশনে ভরপুর ছবি তৈরির হিড়িকের মধ্যে একটু ভিন্নমাত্রা যোগ করতে চান পরিচালক ইফতেখার চৌধুরী।
ববি বলেন, এ ছবিটি সম্পূর্ন ভৌতিক ধরনার ছবি হতে যাচ্ছে। রাজধানীর ভেতরে জঙ্গলঘেরা এলাকার পাশাপাশি দেশের বাইরেও ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। ছবিটির কাজ জুনে শুরু হচ্ছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।
ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডয়া। খুব শিগগিরই এ ছবির ঘোষণা আসবে বলেও জানা যায়।
ববি অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘অ্যাকশন জেসমিন’। এটিও নিদের্শনা দেন ইফতেখার চৌধুরী।