মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত সমিতির সদস্যদের সন্তানদের উৎসাহ বৃত্তি প্রদান, প্রথম শ্রেণী পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা ও অবসর প্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ১২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক। তাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রলাণয়ের অতিরিক্ত সচিব মহিবুল হক, কাজী রওশান আক্তার প্রমুখ।