অভিযানকালে ডুবরীপার থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন উৎমা বিওপি’র নায়েক সুবেদার মো. রফিক।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত ১২টায় নয়াকোট বিওপি’র বিজিবি সদ্যস্যরা ধনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ধনগাঁও থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩২৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৪ লাখ ৮৯ হাজার টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন উৎমা বিওপি’র নায়েক সুবেদার মুনসি লাভলু রহমান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অফিসার্স চয়েজ মদের চালান আটক করেছে। কোম্পানীগঞ্জের উৎমা ও ছাতকের নয়াকোট এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের এ মদের চালান উদ্ধার করে হয়।