প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- আলী হোসেনের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় নতুন মার্কেট, হকার্স মার্কেট ও কালীঘাটের ব্যবসায়ীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শুরুর পর লালদিঘীরপাড়ের ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলুর নেতৃত্বে কামাল, ফয়সল ও সিপারসহ কয়েকজন ব্যবসায়ী এসে মানবন্ধনে বাধা দেয়। একপর্যায়ে মানববন্ধনে হামলা চালান তার। হামলায় চারজন আহত হন।
আহতরা হলেন- নাসিম (২০), আল আমিন (২৪), সাহেদ (২৫) ও সম্রাট (২৭)। এসময় পুলিশ জাকির (২৪) নামের এক ব্যবসায়ীকে আটক করে।
মানববন্ধনে ব্যবসায়ীদের একাংশের হামলা ও একজনকে আটকের সত্যতা স্বীকার করেছেন বন্দরবাজার ফাঁড়ির এসআই নজরুল ইসলাম।