শুক্রবার সকাল ৯টায় উপজেলার বারহাল ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে তাকে জনতা ধাওয়া করে আটক করে পিটুনি দিয়ে জকিগঞ্জ থানা পুলিশের কাছে ডাকাত জামালকে হস্তান্তর করে।
আটককৃত জামাল শরিফাবাদ গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ডাকাত সর্দার জামাল এলাকার জনসাধারণের জন্য আতংক। তার ভয়ে রাত জেগে বাড়ি পাহারা দিতেন অনেকে। শুক্রবার জামাল ডাকাত আটকের খবরে এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান জানান, আটক জামালের বিরুদ্ধে ওয়ারেন্টসহ সিলেটের বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। গত ২ মাস আগে উপজেলার বাটইশাইল গ্রামে ডাকাতিকালে তার গুলিতে দুই ব্যক্তি আহত হন।