সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। আটক মো. হজরত আলী (২৫) গোয়াইনঘাট থানার জাফলং গ্রামের মৃত হাশেম আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার কাছ থেকে ৩০ বোতল অফিসার্স চয়েস, ২৬ বোতল ডাইরেক্টস স্পেশাল পেষ্ট্রিজ হুইস্কি, ৫ ক্যান সুপার ষ্ট্রং বিয়ার, ৩ বোতল এসি বøাক হুইস্কি, ১ বোতল ক্লাস ২১ গ্রেইন ভোদকা, ১ বোতল এশিয়া ৭২ লেজার বিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।