৮নং কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান ও জালালাবাদ থানার কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি নিজাম উদ্দিন এর সভাপতিত্বে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের এর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ,এডিসি রহমত উল্লাহ্, জালালাবাদ থানার ওসি এ এইচ কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং প্রধান উপদেষ্টা মো: ফজলুর রহমান, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি মো: মকবুল হোসেন খান, সেক্রেটারী সুদীপ দেব, ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, ৭নং মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব টুনু মিয়া, সাংবাদিক মকসুদ আহমদ, ৬নং টুকের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন প্রমুখ।
জালালাবাদ থানার ওপেন হাউস ডে সম্পন্ন
শনিবার বিকাল ৫টায় সিলেট জালালাবাদ থানা কতৃক আয়োজিত ওপেন হাউস ডে-তে ৮নং কান্দিগাও ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, কমিউনিটি পুলিশিং কমিটি ও জনগনকে সাথে নিয়ে সন্ত্রাস বিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং আমাদের আশপাশের সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ সকল অপকর্মকারী ও অপরাধকে ধ্বংস করতে হবে এবং আগামী রমজানের আগেই জালালাবাদ থানা অফিসারকে নির্দেশ করেন যে আপনার থানাধিন এলাকায় রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা ও রাস্তার পাশে অবৈধ গাড়ী পার্কিং উচ্ছেদ করতে হবে। তিনি আরও বলেন, পুলিশ সব সময় জনগনের সেবক হিসাবে সমাজে কাজ করছে তাই জনগনের সেবা করা আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।