যুক্তরাজ্য বিএনপির সভাপতি পদে এম.এ মালেক কয়ছর এম. আহমদকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ।
শনিবার এক বিবৃতিতে আলী আহমদ যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকেও অভিনন্দন জানান।
তিনি বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি আরো সুসংগঠিত হবে। অভিনন্দন বার্তায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানসহ নির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।