দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫০ কেজি ওজনের একটি বোমা লন্ডনের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে উদ্ধার করা হয়েছে।গত বৃহস্পতিবার পুলিশ এ বিশাল আকৃতির বোমাটি উদ্ধার করেন।
১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এরপর কেটে গেছে ৬০ বছর। যুদ্ধের সময় জার্মান বিমানহামলায় বোমাটি এসে পরে ব্রিটেনের ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু বোমাটি তখন ফাটেনি। সেই বোমাই উদ্ধার করা হল এবার ব্রিটেন থেকে।
বোমাটি উদ্ধার করার সময় ওই অঞ্চলের সব মানুষকে সাময়িকভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৪০০ মিটার পথ বেষ্টনী করে উদ্ধার করা হয় ৫০ কেজির ওই বোমাটিকে। মেট্রোপলিটান পুলিশ মনে করছে ১৯৪০ সালে জার্মানির বিমান থেকেই নিক্ষেপিত হয়েছিল ওই বোমা।