আহতরা হলেন- জুছনা বেগম (২০), হাসনা বেগম (১৩) ও রাজিয়া বেগম (৩০)।
জানা গেছে, সিলেট নগরীর আখালিয়ায় নিজাম উদ্দিনের কলোনীতে বাসা ভাড়া করে বসবাস করেন দিনমজুর মদরিছ আলী ও জয়নাল মিয়া। রবিবার সকালে কাপড় ধোয়াকে কেন্দ্র করে মদরিছ আলী ও জয়নাল মিয়ার পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মদরিছ আলীর মেয়ে জুছনা বেগম ও হাসনা বেগম আহত হন। এছাড়া জয়নাল মিয়ার স্ত্রী রাজিয়া বেগমও আহত হয়েছে। পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটানার পর মদরিছ আলী জালালাবাদ থানায় জয়নাল মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার এসআই আমিনুল।