সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে র্যাব-৯ এর সদস্যরা ৭০১ বোতল মাদক, একটি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন। র্যাব-৯ সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়েনের বাউরাবিল গ্রামে অভিযান চালিয়ে ৭০১ বোতল মাদকসহ একজনকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল সোমবার সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার মো. কাউছার আহম্মদ (২০)। স কোম্পানীগঞ্জ উপজেলার পাঁদারগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সোবাহানের ছেলে। পরে তার কাছ থেকে ৯০ বোতল এসি ব্লাক হুইস্কি, ৪২৫ অফিসার্স চয়েস, ৯৩ বোতল ব্লু রিবেন্ট ট্যাংগো, ৯৩ বোতল ম্যাকডুয়েলস্সহ মোট ৭০১ বোতল মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অপরদিকে র্যাব-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর অব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন সুরমা ইউপিস্থ হালুয়াঘাট বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ঈশান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর বেচাকেনা করার সময় ০১ টি চোরাই মোটর সাইকেলসহ ০২ জনকে আটক করা হয়। আটক মো. শামীম (২০), কান্দিগাঁও দক্ষিনপাড়া এলাকার শাজাহান মিয়ার ছেলে ও মো. কামরুল ইসলাম (২৭) মঙ্গলকাটা গ্রামের মৃত এখলাছ মাষ্টারের ছেলে। উভয়ের থানা ও জেলা সুনামগঞ্জে। এছাড়া অভিযানকালে ০১ জন পালিয়ে গেছে। পলাতক আসামীর নাম ও ঠিকানা মো নুরুজ্জামান নুরু (২৮), সে সুনামগঞ্জের মঙ্গলকাটার রওশন আলীর ছেলে।
অপরদিকে র্যাব-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর অব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন সুরমা ইউপিস্থ হালুয়াঘাট বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ঈশান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর বেচাকেনা করার সময় ০১ টি চোরাই মোটর সাইকেলসহ ০২ জনকে আটক করা হয়। আটক মো. শামীম (২০), কান্দিগাঁও দক্ষিনপাড়া এলাকার শাজাহান মিয়ার ছেলে ও মো. কামরুল ইসলাম (২৭) মঙ্গলকাটা গ্রামের মৃত এখলাছ মাষ্টারের ছেলে। উভয়ের থানা ও জেলা সুনামগঞ্জে। এছাড়া অভিযানকালে ০১ জন পালিয়ে গেছে। পলাতক আসামীর নাম ও ঠিকানা মো নুরুজ্জামান নুরু (২৮), সে সুনামগঞ্জের মঙ্গলকাটার রওশন আলীর ছেলে।