মুক্তমনা ব্লগের সংগঠক, বিজ্ঞানমস্ক লেখক অনন্ত বিজয় দাশের হত্যাকান্ডের ১৪ দিন পর তদন্তভার অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’কে দেয়ার নিদের্শ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার। সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় সবুজ সিলেটকে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ।তিনি জানান, অনন্ত বিজয় দাশের হত্যাকান্ডের তদন্তভার সিআইডিতে দেয়ার জন্য সোমবার পুলিশ হেড কোয়ার্টার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা সাত টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার তদন্ত কাজ সিআইডিতে হস্তান্তর করা হয়নি। মামলাটির নথিপত্র হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কখন হস্তান্তর করা হবে তাও জানা যায়নি। প্রসঙ্গত, গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজার এলাকার নুরানী ১৩/১২ নাম্বার নিজ বাসা থেকে ২০০ গজ দূরে চারজন মুখোশপরা দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে অনন্ত বিজয় দাশকে। ছাতকের জাউয়াবাজারস্থ পূবালী ব্যাংকের শাখার উন্নয়ন কর্মকর্তা অনন্ত ওইদিন অফিসে যাওয়ার জন্যই বাসা থেকে বেরিয়েছিলেন। কয়েক’শ গজ যাওয়ার পর চারজন অজ্ঞাত ঘাতক তাকে পেছন থেকে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকান্ডের পর প্রতিবাদের ঝড় ওঠে সিলেটসহ সারাদেশে।
কিন্তু হত্যাকান্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও মহানগর পুলিশের তদন্তে কোনো অগ্রগতি হয়নি। কে বা কারা, কি উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটিয়েছে তার কিছুই বের করতে পারেনি পুলিশ। পুলিশের ব্যর্থতার কারণে অনন্ত হত্যা মামলার তদন্তভার সিআইডিতে হস্তান্তরের নিদের্শ পুলিশ হেড কোর্য়াটার।