জকিগঞ্জের কালিগঞ্জে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে কালিগঞ্জ বাজারের বাহার উদ্দিন, আব্দুর রহমান, বুরহান উদ্দিনের বাসা ও খালেদ ষ্টোর, জাহেদ ষ্টোর, কুটি মিয়ার চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহানুভূতি জানান।